ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ লো চি ত খ ব র

প্রকাশিত: ১১:৩১, ২ এপ্রিল ২০২০

আ লো চি ত  খ ব র

২৫ হাজার কর্মীর দায়িত্ব নিলেন করোনার জেরে গোটা দেশ লকডাউন, কাজ বন্ধ। ফলে বিভিন্ন ক্ষেত্রে দৈনিক মজুরিতে যারা কাজ করেন সেই সব কর্মীরা অথৈ জলে পড়েছেন। কাজ বন্ধ তাই আয়ও নেই। প্রশাসন বা বিভিন্ন সংগঠনের তরফে এমন কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে। তারই মাঝে বড় পদক্ষেপ করলেন অভিনেতা সালমান খান। লকডাউন চলাকালীন বলিউডে ২৫ হাজার কর্মীকে সালমান খান আর্থিক সাহায্য করবেন। সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ। দান করে বলতে নেই বলিউড বাদশা শাহরুখ খান। তার স্টারডাম নিয়ে নতুন করে কিছু বলার নেই। বর্তমান সময়ে আলোচনা একটাই নোভেল করোনাভাইরাস। টানা ২১ দিন লকডাউনের মাঝে ভারতের সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন একাধিক বলিউড তারকা। ২৫ কোটি রুপী দিয়ে আলোচনায় আসেন অক্ষয় কুমার। বাদ নেই দক্ষিণের প্রভাস বা কলকাতার দেব। এসবের মধ্যে প্রশ্ন উঠেছে বাকি সুপারস্টার নিয়ে। এই খবর শোনার পর অনেকে আঙ্গুল তুলেছেন সালমানের বন্ধু শাহরুখের দিকে। যার উত্তরে সম্প্রতি একটি সাংবাদমাধ্যমকে কিং খান জানান, কখনও অনুদান দিলে, সেই খবর ফলাও করে বের হোক- তা কখনও চান না। এমনকি কোথায় কী দান করলেন, তাও কাউকে জানাতে চান না। এই কাজগুলো সব সময় নিঃশব্দে করায় বিশ্বাসী তিনি। জাপানের অভিনেতা শিমুরা করোনায় মারা গেছেন বাংলাদেশের দর্শকদের কাছে ‘কাইশ্যা’ নামে পরিচিতি জাপানের কমেডিয়ান কেন শিমুরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর ও নিউমোনিয়ার কারণে ৭০ বছর বয়সী কেন শিমুরাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর তিন দিন পর করোনাভাইরাস ধরা পড়ে তাঁর। একসময় অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে গতকাল রবিবার রাতে তিনি চলে যান না ফেরার দেশে। গত সোমবার কেন শিমুরার মৃত্যুর খবর জানিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রবিবার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে কোন হাসপাতালে মারা গেছেন, তা জানায়নি সংবাদ সংস্থাটি।
×