ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে হামে আরও এক শিশুর মৃত্যু ॥ আক্রান্ত ১১৯

প্রকাশিত: ১২:১৮, ২৪ মার্চ ২০২০

রাঙ্গামাটিতে হামে আরও এক শিশুর মৃত্যু ॥ আক্রান্ত ১১৯

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৩ মার্চ ॥ বাঘাইছড়ি উপজেলার অস্যান্ত দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম পদ্মরাণী ত্রিপুরা (৯)। গত এক সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে ওই এলাকায় ৬ শিশুর মৃত্যুর পর সেখানে আবারও হাম রোগ মাথচাড়া দিয়ে উঠেছে। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। রবিবার রাতে সাজেকের দুর্গম এলাকার লুংথিয়ান পাড়ায় এ ঘটনা ঘটে । সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রাম অরুনপাড়া, নিউথাংপাড়া এবং হাইচপাড়ায় গত কয়েকদিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এবং ইতোমধ্যে ৬ শিশু মারা যাওয়ার পর রবিবার রাতে আরও এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে সেখানে ৯ সদস্যের একটি মেডিক্যাল টিম চিকিৎসা দিচ্ছে । তিনি বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলে এগিয়ে এলে এই মহামারী থেকে ওই এলাকার শিশুদের বাঁচানো সম্ভব বলে তিনি জানান । এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক সপ্তাহে ধরে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১১৯ জন। বর্তমানে সেখানে একটি মেডিক্যাল টিম কাজ করছে এবং উপজেলা প্রশাসন থেকে আরও একটি টিম পাঠানো হবে বলে তিনি জানান। এ ব্যাপারে রাঙ্গামাটির সিভিল সার্জন বিপাস খীসা জানান, রবিবার রাতে আক্রান্ত শিশু থেকে আরও একজন মারা গেছে। আক্রান্ত অন্যশিশুরা ভাল আছে। উল্লেখ্য, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহ মৌজা এলাকায় গত এক সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়।
×