ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৯:১৬, ২২ মার্চ ২০২০

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২১ মার্চ ॥ ঝালকাঠি পৌরসভার শহরতলি বিকনা বাজারে আগুন লেগে ২টি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোরে সাড়ে ৪টায় শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং বাজারের পাশাপাশি আক্কাস হাওলাদার ও আনিচ খলিফার দোকান পুড়ে যায়। আক্কাস হাওলাদারের মুরগি বিক্রয়ের দোকানের পাশাপাশি কীটনাশক বিক্রির ব্যবসা ছিল। এ ঘটনায় আক্কাস হাওলাদারের আড়াই লাখ এবং আনিচ খলিফার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পার্শ্ববর্তী আরও ২টি দোকান আগুনের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়েছে। সোনারগাঁ নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, উপজেলার চৌধুরীগাঁও গ্রামের একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বসতঘরে থাকা প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় একজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, উপজেলার শম্ভুপুরা ইউপির চৌধুরী গ্রামের ফজর আলী মিয়ার বসতঘরে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে সোনারগাঁ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। দুইঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিক ফজর আলী মিয়ার। এ সময় আগুন নেভাতে গিয়ে আলী হোসেনের স্ত্রী মমতাজ বেগম আহত হয়।
×