ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে বিপাকে পেন্টাগন

প্রকাশিত: ০৮:৩৯, ১৮ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে বিপাকে পেন্টাগন

পেন্টাগন এর মধ্যেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে চেষ্টা করে আসছে এবং আরও কিছু করার উপায় খুঁজছে। কিন্তু সামরিক বাহিনীকে সীমিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এর স্বাস্থ্য সেবা ব্যবস্থা সংক্রমণ রোগের চেয়ে হতাহত সংক্রান্ত বিষয় মোকাবেলার সঙ্গে সম্পৃক্ত এবং কুয়ারেন্টাইন প্রয়োগের মতো বেসামরিক বিষয়ে সামরিক বাহিনীর ভূমিকা সম্প্রসারণের ব্যাপারে যৌক্তিক ও আইনগত উদ্বেগ রয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তারা দেশ প্রতিরক্ষায় এর সামর্থ্য দুর্বলের কারণে কোন কিছু না করার ব্যাপারে সতর্ক থাকতেও চায়। ডিপার্টমেন্ট অব হেলথ এ্যান্ড হিউম্যান সার্ভিসেসের অনুরোধে পেন্টাগন গ্র্যান্ড প্রিন্সে ক্রুজ জাহাজ থেকে গৃহীত কিছুসংখ্যক যাত্রীর জন্য চারটি সামরিক ঘাঁটিতে অবস্থানের ব্যবস্থা করেছে। জাহাজটিতে বেশ কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত যাত্রী ছিল বলে চিহ্নিত করা হয়। নির্দিষ্ট কিছু বেসামরিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশরত লোকদের জন্য অন্য কয়েকটি ঘাঁটিতেও অবস্থানের ব্যবস্থা করেছে পেন্টাগন এবং যেগুলোতে পর্যবেক্ষণ ব্যবস্থাও রেখেছে। ঘাঁটিগুলোতে যাদের অবস্থানের ব্যবস্থা করা হয়েছে তাদের দেখাশোনার দায়িত্বে রয়েছে বেসামরিক সংস্থাগুলো, সামরিক বাহিনী নয়। সেনাবাহিনীর বিজ্ঞানীরাও বেসামরিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে করোনাভাইরাসের টিকা গবেষণা ও পরীক্ষায় নিয়োজিত রয়েছেন। ন্যাশনাল গার্ড এ পর্যন্ত বেশ ব্যাপক ভূমিকা রেখেছে। বেশ কয়েকটি রাজ্যে গভর্নররা সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার জন্য ন্যাশনাল গার্ডের প্রতি আহ্বান জানাচ্ছেন। এ পর্যন্ত ন্যাশনাল গার্ডের ১ হাজার ৬শ’র বেশি সদস্যকে করোনা সংশ্লিষ্ট ব্যাপারে সম্পৃক্ত করা হয়েছে। এদের মধ্যে কেউ রাষ্ট্রীয় জরুরী তৎপরতা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন এবং অন্যরা বেসামরিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পরিবহন ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন। কেউ কেউ রোগের পরীক্ষা নমুনা সংগ্রহ ও সরবরাহ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ডকে কেন্দ্রীয়করণ করেননি যেমনটা করা হয়েছিল ৯/১১ হামলার পর। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত মার্কিন নর্দার্ন কমান্ড সোমবার এক বিবৃতিতে বলেছে যে, যুক্তরাষ্ট্রকে সুরক্ষায় এ করোনাভাইরাস সঙ্কট নিয়ন্ত্রণের জন্য প্রতিরক্ষা দফতরের যে কোন সহযোগিতা হবে আমাদের প্রাথমিক মিশন। সামরিক বাহিনী অনেকভাবেই কোভিড-১৯ সঙ্কটে সহযোগিতা করতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেয়া হয় মাত্র কয়েকটি। জয়েন্ট চীফ অব স্টাফের শীর্ষ স্থানীয় চিকিৎসক এয়ার ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল পল ফ্রেডরিকস সোমবার সাংবাদিকদের বলেছেন যে, প্রতিরক্ষা কর্মকর্তারা রোগটি প্রতিরোধে সম্ভাব্য করণীয় বিষয় শনাক্ত করার চেষ্টা করছেন। তিনি উদাহরণস্বরূপ বলেন, ন্যাশনাল গার্ডের বিপুল সংখ্যক সদস্যকে চিকিৎসা সহযোগিতায় সম্পৃক্ত করা হলে তাদের সংশ্লিষ্ট বেসামরিক কাজ থেকে সরিয়ে নেয়া হয়। -এপি
×