ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

করোনা আতঙ্ক

জবিতে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১:৫৩, ১৬ মার্চ ২০২০

 জবিতে সব ধরনের ক্লাস পরীক্ষা  বর্জনের সিদ্ধান্ত  শিক্ষার্থীদের

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ১১২ জন ক্লাস প্রতিনিধি (সিআর) একত্রিত হয়ে এক ঘণ্টা আলোচনার পর তারা এই ঘোষণা দেয়। শিক্ষার্থীরা জানান, বিশ্বব্যাপী মানুষ করোনা আতঙ্কে ভোগলেও জবি কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত নিচ্ছে না। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে। সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস ছড়ালে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। এ কারণে সব সিআরকে নিয়ে আমরা বসেছিলাম। সব সিআরের সম্মতিক্রমে আমরা আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। করোনা মোকাবেলায় জবিতে কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। এ নিয়ে কোন পরিকল্পনাও চোখে পড়ছে না। অথচ প্রতিদিন বাসে গাদাগাদি করে শিক্ষার্থীরা যাওয়া-আসা করছে। দেশে-বিদেশ থেকে আসা করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে করোনা মোকাবেলায় কোন রকম প্রস্তুতি নেই। ফলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে। এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিছু শিক্ষকও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি রাইসুল ইসলাম নয়ন বলেন, গত বছর ডেঙ্গুর সময় এক শ’ বেশি শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হলেও প্রশাসন ক্লাস-পরীক্ষা বন্ধ করেনি। এছাড়াও জবি সমাজবিজ্ঞান বিভাগে রবিবার মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘পাবলিক লেকচার সিরিজ ১’ কর্মসূচী করোনা পরিস্থিতির কথা বলে স্থগিত করা হয়েছে।
×