ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অপহৃত কিশোর পাপ্পুর সন্ধানে সরকারের সহায়তা চান মা

প্রকাশিত: ১১:০২, ১৫ মার্চ ২০২০

অপহৃত কিশোর পাপ্পুর সন্ধানে সরকারের সহায়তা চান মা

স্টাফ রিপোর্টার ॥ কিশোর পাপ্পুর সন্ধান পেতে সরকারের সহায়তা চান তার মা। গত বছরের অক্টোবরে পঞ্চম শ্রেণীর ছাত্র পাপ্পু অপহৃত হয়। এরপর থেকেই তার সন্ধান নিয়ে গোলক-ধাঁধার সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাপ্পুর মা রুনা পারভীন বলেন, গত বছরের ৩ অক্টোবর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাজারের ৩০১ নম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি কুতুবউদ্দিন পাপ্পু (১৪)। মামলাটির তদন্ত করে ডিবি পুলিশ জানায়, ৪ অক্টোবর পাপ্পুকে হত্যা করে মুন্সীগঞ্জের লৌহজং নদীতে ফেলে দেয় অপহরণকারীরা। ওই ঘটনায় রাজু নামের একজনকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। সেও এমন জবানবন্দী দেয়। পরে সে জামিনে ছাড়া পায়। অপহরণের পর গত বছরের ৬ অক্টোবর চোখ বাঁধা অবস্থায় থাকা পাপ্পুর একটি ছবি ইমোতে তার স্বজনদের কাছে পাঠিয়েছিল অপহরণকারীরা।
×