ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১৩:১৫, ১২ মার্চ ২০২০

বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১১ মার্চ ॥ বুধবার কেশবপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুই দিনের বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় ১ম, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২য় ও টিটাবাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩য় হয়েছে। কেশবপুর সরকারী ডিগ্রী কলেজে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য’ শীর্ষক ওই বিতর্ক প্রতিযোগিতায় মঙ্গলবার উপজেলার ৭২টি মাধ্যমিক স্কুল ও ৫২টি মাদ্রাসা অংশ নেয়। বুধবার ১১টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক, সরকারী কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন। মালয়েশিয়াগামী ১২ রোহিঙ্গা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া উপকূলে মালয়েশিয়াগামী ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। ইনানী পুলিশ জানায়, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে বালুখালী ক্যাম্পের নেজাম উদ্দিন, নোমান, জাবেদ, ছালামত উল্লাহ, নুর হোসেন, রফিক, ষোড়শী রশিদা খাতুন, তৈয়বা খাতুন, হামিদা খাতুন, আমতলী ক্যাম্পের উম্মে জামিলা, হাকিমপাড়া ক্যাম্পের মুজিবুর রহমান ও থাইংখালী ক্যাম্পের মোকাররমা রয়েছে। বুধবার ভোরে ইনানী ঝাউবনের ভেতরে আলো দেখতে পেয়ে ইনানী পুলিশ ঘটনাস্থল থেকে ১২ রোহিঙ্গা নারী শিশু ও কিশোরকে উদ্ধার করে।
×