ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দুই নারী বরযাত্রী নিহত

প্রকাশিত: ১৩:১২, ১২ মার্চ ২০২০

নীলফামারীতে দুই নারী বরযাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই বরযাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডোমার উপজেলার দেবীগঞ্জ সড়কের পাগলা বাজার আমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ছয়জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকায় বর গোলাম রব্বানীর বিয়ে শেষে নববধূ নিয়ে বরযাত্রীর গাড়িবহর ডোমারে বাড়ির উদ্দেশে ফিরছিল। রাত ৯টার দিকে পাগলাবাজার আমতলী এলাকায় একটি ট্রাক্টর বরযাত্রীর গাড়ি বহরের প্রথম গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পার্শ¦বর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুনা বেগম (৪০) মৃত্যু হয়। সে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী লালার খামার এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এ সময় সখিনা বেগন (৫৫) অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সখিনা বেগম একই এলাকার পানিয়াল ইসলামের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার আফিজারের স্ত্রী হামিদা বেগম, রুহুল আমিনের স্ত্রী লতিফা বেগম, জয়িতা আক্তার জান্নাত আক্তার, ওমর ফারুক, মাইক্রো চালক আব্দুল মজিদ। নাটোরে সাবেক সেনা সদস্য নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীর কাভার্ড ভ্যানের ধাক্কায় আসলামুল হক নামে এক মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আসলামুল হক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পাকা ইউনিয়নের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলামুল হক উপজেলার গালিমপুর গ্রামের নূর মোহাম্মাদ সরকারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ্বরদী ক্যান্টনমেন্টের দুধ বহনকারী কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশ যাওয়ার পথে বাগাতিপাড়ার একডালা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আসলামুল হক গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাগেরহাটে নারী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, সদর উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সুকদাড়া নামক স্থানে মঙ্গলবার রাতে ইট ভর্তি টেম্পোর সঙ্গে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুমা বেগম (৩৫) নামের একজন মহিলা নিহত হয়েছেন। এসময় অটো ভ্যানে থাকা নারী পুরুষসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। কাটখালী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। বেতাগা ইউনিয়নের চুকুলী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মজিদ শেখের স্ত্রী মাসুমা বেগমসহ ৫ জনে একটি অটো ভ্যানে করে কাটাখালী অভিমুখে আসছিল। এ সময় ইট ভর্তি টেম্পোটি বেতাগা বাজারে প্রবেশের সময় অটো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পটুয়াখালীতে চালকসহ দুই নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাউফলের দাসপাড়া এলাকার কাশেম সিকদারের ছেলে নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার আলাউদ্দিন তালুকদারের ছেলে কুট্টি তালুকদার (৪২)। বগুড়ায় আরোহী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বুধবার সন্ধ্যায় বগুড়ার উপশহর এলাকায় ট্রাকের চাপায় সুমন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে চালক নাজমুলসহং (৩৫) ট্রাকটি আটক করে। সীতাকু-ে লেগুনা চালক নিজস্ব সংবাদদাতা সীতাকু- থেকে জানান, চট্টগ্রামের সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন (২৬) নামে এক লেগুনা চালকের সহকারী নিহত হয়েছে। অপরদিকে উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে আবিদা সুলতানা মিম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রী আহত হয়েছে। আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার সকালে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু- বাজারে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনা সংঘর্ষে চালকের সহকারী নিহতের ঘটনা ঘটে এবং সোনাইছড়ি শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় ছাত্রী আহতের ঘটনা ঘটে। নিহত লেগুন চালকের সহকারী রিয়াদ উপজেলার ওভারব্রিজ ফকির হাট এলাকায় বাসা ভাড়ায় থাকলে গ্রামের বাড়ি নোয়াখালী বলে জানা যায়। জানা যায়, বুধবার সকালে যাত্রীবাহী একটি লেগুনা পরিবহন সীতাকু- থেকে চট্টগ্রামের উদ্দেশ্য আসছিল। বাড়বকু- বাজার অতিক্রমকালে একইমুখী আরেকটি কাভার্ডভ্যান লেগুনার পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে লেগুনার হেলপার চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। রাজশাহীতে বাইক আরোহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার রহমান কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৩৫)। পবার মধুসূদনপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মোঃ নইমুদ্দিন। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তার নাম মোঃ বাবু (৪৫)। তার বাড়িও মধুসূদনপুর গ্রামে। বাবার নাম কসিম উদ্দিন। মাগুরায় যুবক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার ভাবনটাটি নামকস্থানে সড়ক দুর্ঘটনায় শান্ত সর্দার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। তার বাড়ি মাগুরার দীঘল গ্রামে। তার পিতার নাম বিমল সর্দার। জানা যায়, মঙ্গলবার রাতে মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার ভাবনহাটি স্থানে ভ্যানে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শান্ত সর্দার ভ্যান থেকে পড়ে যায় এবং মোটরসাইকেলে চাপায় নিহত হয়। ঠাকুরগাঁওয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, জেলা পুলিশ লাইন কার্যালয়ের সামনে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন সদর উপজেলার দক্ষিণ সালন্দর (পূর্ব শান্তিনগর) মহল্লার মৃত মনতাজ আলীর ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মেকানিক।
×