ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা দেয়ার বদলে কুমিল্লা সীমান্তে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:২৬, ৮ মার্চ ২০২০

পাওনা টাকা দেয়ার বদলে কুমিল্লা সীমান্তে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ মার্চ ॥ কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামের আনোয়ার মিয়া নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের কামরুল পাওনা টাকা পরিশোধের কথা বলে তাকে সীমান্তের ওপারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী ও সন্তানসহ স্থানীয় এলাকার লোকজন। শনিবার বিকেল ৩টার দিকে সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ৬০ বিজিবির বড়জালা বিওপির ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের সোনামুড়া হাসপাতালে ময়নাতদন্তের পর নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে রবিবার হস্তান্তর করা হবে। নিহতের স্ত্রী কোহিনুর আকতার, পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সেতু মিয়ার ছেলে এবং ৩ মেয়ে ও দুই ছেলের বাবা আনোয়ার মিয়া (৪৫) ব্যবসায়িক কারণে পাশর্^বর্তী গ্রাম ভারতের সোনামুড়া থানার ইউএনসি নগরের কামরুলের কাছে টাকা পাওনা ছিল। তাদের বাড়ি নোম্যান্স ল্যান্ডের এপার-ওপার। দীর্ঘদিন ধরে কামরুল পাওনা টাকা দিব-দিচ্ছি বলে ঘুরাতে থাকে। একপর্যায়ে শনিবার বিকেল ৩টার দিকে টাকা পরিশোধের আশ^াসে আনোয়ার মিয়াকে ডেকে সীমান্তের ওপারে ইউএনসি নগর গ্রামে নিয়ে যায়। সেখানে কামরুলের সঙ্গে টাকা নিয়ে ব্যবসায়ী আনোয়ারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতীয় নাগরিক কামরুল ও তার বন্ধু ফারুক আনোয়ার মিয়াকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে বিজিবি, কোতয়ালি মডেল থানা পুলিশ সীমান্তে যায় এবং বিএসএফের সঙ্গে এ নিয়ে আলোচনা করে। ঘটনাস্থলে স্থানীয় পাঁচথুবী ইউপি চেয়ারম্যানসহ আশপাশের জনতা ভিড় জমায় এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে গেছি। বিএসএফ ও সোনামুড়া থানা পুলিশের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি।
×