ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ১৯২০০ শিশু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেবে আজ

প্রকাশিত: ১০:১৮, ৭ মার্চ ২০২০

 খুলনায় ১৯২০০ শিশু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেবে আজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ৭ তারিখ বঙ্গবন্ধুর দেয়া সেই কালজয়ী ভাষণ শোনাবে খুলনার ১৯২০০ শিশু বঙ্গবন্ধু। আজ শনিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে কালজয়ী এ ভাষণ পাঠ করবে ১০১ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ সামনে রেখে এই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিরাট এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যবস্থাপনায় রয়েছে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে অয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ৭ তারিখ বঙ্গবন্ধুর দেয়া সেই কালজয়ী ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি লাভ করে। বঙ্গবন্ধুর সেই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যে সময়ে ভাষণ শুরু করেছিলেন ঠিক একই সময়ে ১৯২০০ শিশু বঙ্গবন্ধু ভাষণ দেবে।
×