ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তক্বী হত্যার জট খোলেনি সাত বছরেও

প্রকাশিত: ০৯:১৬, ৬ মার্চ ২০২০

তক্বী হত্যার জট খোলেনি সাত  বছরেও

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের সাত বছর আজ শুক্রবার। এ হত্যাকান্ডের সাত বছর পেরুলেও অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলাটির তদন্তে দায়িত্বপ্রাপ্ত সংস্থা র‌্যাব। হত্যাকান্ডে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আলোচিত এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা দরকার বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ২০১৩ সালের ৬ মার্চ নিজ বাসার সামনে থেকে অপহৃত হওয়ার দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে ত্বকীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ৮ মার্চ রাতেই ত্বকীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে মামলাটির আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ২০১৩ সালের ২৮ মে উচ্চ-আদালতের নির্দেশে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ত্বকী হত্যা মামলাটির তদন্তভার গ্রহণ করেন। নিহত ত্বকী বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি দীর্ঘ সাত বছরে পুত্র হত্যার তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, ত্বকী হত্যার খুনীরা প্রভাবশালী হওয়াতে হত্যার বিচার বিলম্বিত হচ্ছে। এ দেশের সকল স্তরের প্রতিনিধিরাই ত্বকী হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ হত্যাকান্ডের খুনীরা চিহ্নিত হয়েছে তারপরেও কেন হত্যাকান্ডের বিচার থেমে আছে তা দেশবাসী বুঝতে বাকি নেই। তিনি প্রধানমন্ত্রীকে ত্বকী হত্যার বিচারকার্য সম্পন্ন করার নিদের্শনা প্রদানের জন অনুরোধ জানান। নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, যে কারণেই হোক ত্বকী হত্যার বিচারকে বন্ধ করে রাখা হয়েছে। এ বিচারকে বন্ধ থাকায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত এবং বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমার জানতে চাই কেন ত্বকী হত্যার বিচার হবে না। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার বিচার নিয়ে আমরা হত্যাশ নই। কারণ এ দেশে ত্বকী হত্যার মতো একটি নির্মম হত্যাকান্ডের বিচার হবে না এটি আমরা বিশ্বাস করি না।
×