ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:৩৮, ৫ মার্চ ২০২০

লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ মার্চ ॥ লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় রাজু হোসেন ইমন নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী আসামির বিরুদ্ধে এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দু’জন আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস দেয়া হয়। রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি রাজু আদালতে উপস্থিত ছিলেন না। দ-প্রাপ্ত অভিযুক্ত আসামি রাজু রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে। জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নবেম্বর মোঃ হানিফের চার বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকা বিক্রি করে দেয় অপহরণকারী রাজু। বহু খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে ওই বছরের ২৯ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে শিশুর মা আমেনা বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১ ডিসেম্বর শিশু আবদুল্লাহকে চাঁদপুর জেলা থেকে উদ্ধার করে পুলিশ। কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না ॥ ত্রাণ প্রতিমন্ত্রী সংবাদদাতা, সাভার, ৪ মার্চ ॥ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের গৃহহীন মানুষদের জন্য নির্মাণ করে দেয়া হবে গৃহ এবং ভূমিহীনদের জন্য ভূমি ও ঘর বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। বুধবার বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ৩ লাখ ২৮ হাজার ভূমিহীন ও ২ লাখ ২৬ হাজার গৃহহীন মানুষের জন্য দুর্যোগ সহনীয় ঘর তুলে দেয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে মন্ত্রণালয়। সেই সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে। এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×