ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

৭ পুলিশের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন

প্রকাশিত: ১১:৩৩, ৪ মার্চ ২০২০

৭ পুলিশের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন

স্টাফ রিপোর্টার, চটগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বাদী। মঙ্গলবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে এ আবেদন করেছেন বাদী মোঃ ইয়াসিন। আইনজীবীর মাধ্যমে করা এ আবেদনে তিনি বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন। আদালত আগামী ২ এপ্রিল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আদালতে মামলাটি দায়ের করেছিলেন মোঃ ইয়াসিন। তিনি চট্টগ্রাম পলিটেকনিক এলাকায় অবস্থিত মেসার্স ইয়াসিন এন্টারপ্রাইজের মালিক। এতে আসামি করা হয় বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার, সাবেক ওসি আতাউর রহমান খন্দকার, বায়েজিদ থানার এসআই মোঃ আফতাব, এএসআই মোঃ ইব্রাহিম, এএসআই মিঠুন নাথ, কনস্টেবল সোহেল ও সাইফুল। মামলায় তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের ২০ ডিসেম্বর সকালে আসামিরা তাকে বায়েজিদ থানায় ধরে নিয়ে যান এবং আটকে রেখে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ক্রসফায়ারে হত্যা করার হুমকিও দেন। বাদীর ভাই মোঃ ফারুক ১১ লাখ টাকা দিলে দুটি অলিখিত স্ট্যাম্পে সই করিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনা কাউকে জানালে গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এরপর গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফের তাকে তুলে নিয়ে আরও ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। ১২ লাখ টাকা প্রদান করে তিনি ছাড়া পান। থানায় অভিযোগ করলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি জানিয়ে তিনি আদালতে মামলাটি দায়ের করেন। আইনজীবী শহীদুল ইসলাম সুমন জানান, বাদী মোঃ ইয়াসিন আদালতের কাছে মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এতে তিনি বিষয়টি ভুল বুঝাবুঝি ছিল বলে উল্লেখ করে জানান, এ বিষয়ে বাদী ও আসামিদের মধ্যে মীমাংসা হয়েছে।
×