ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা-৩ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ১০:৩৯, ২ মার্চ ২০২০

 গাইবান্ধা-৩  উপনির্বাচনে  প্রতীক বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, ১ মার্চ, গাইবান্ধা ॥ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে উপনির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। রবিবার গাইবান্ধা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেলেন যারা- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিককে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মাইনুর রাব্বী চৌধুরী রুমানকে লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে মশাল প্রতীক দেয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান। তিনি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনটির উপনির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ওই ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়ন পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ ৯ ইউনিয়নের ৪ লাখ ১১ হাজার ৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
×