ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝুলে গেল বাংলাদেশী কর্মী নিয়োগ প্রশ্ন

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক বাতিল ॥ মন্ত্রী ফিরে গেছেন

প্রকাশিত: ১০:৩০, ২ মার্চ ২০২০

 বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক বাতিল ॥ মন্ত্রী ফিরে গেছেন

ফিরোজ মান্না ॥ কর্মী নিয়োগের বিষয়ে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিল করে দেশে ফিরে গেছে মালয়েশিয়ার প্রতিনিধিদল। এর ফলে কর্মী নিয়োগের পুরো বিষয়টি আবারও অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে। গত বুধবার ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পুরুষ কর্মীর পাশাপাশি নারী কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু মালয়েশিয়ায় রাজনৈতিক পরিস্থিতির কারণে বৈঠক না করেই প্রতিনিধিদল বুধবার রাতেই দেশে ফিরে গেছেন। সূত্র জানিয়েছে, গত রবিবার ঢাকায় দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অুষ্ঠিত হলেও ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিল করা হয়। মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম কুলাসেগারান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে ওই বৈঠক শেষে দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, বন্ধ শ্রমবাজার শীঘ্রই চালু হবে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকটি হঠাৎ করেই মালয়েশিয়ার প্রতিনিধিদল বাতিল করে দেয়। কারণ হিসেবে কোন কিছুই তারা উল্লেখ করেনি। যে দিন কমিটির বৈঠক হওয়ার কথা ছিল ঠিক সেই দিনই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। বৈঠক বাতিলের এটিও একটি কারণ হতে পারে। মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছিলেন অনেক নাটকীয়তার মধ্য দিয়ে।
×