ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন আজ

প্রকাশিত: ০৯:২৮, ১ মার্চ ২০২০

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। অনতিদীর্ঘ ৬৭ বছরের জীবনে তিনি সৃষ্টি করেন বাংলা সাহিত্যের স্মরণীয় বেশকিছু মুহূর্ত তার কবিতায়, উপন্যাসে, ছোটগল্পে, গদ্য রচনায় ও কথাসাহিত্যে। আব্দুর রউফ চৌধুরীর সাহিত্য সৃজনে অন্যতম ‘প্রবন্ধগুচ্ছ’, ‘প্রবন্ধনিবদ্ধ’, ‘নজরুল, সৃজনের অন্দরমহল’, ‘রবীন্দ্রনাথ, চিরনূতনের দিল ডাক’, ‘মহান একুশে’, ‘স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতা’, ‘একটি জাতিকে হত্যা’ এবং ‘১৯৭১’; ‘যুগে যুগে বাংলাদেশ’, ‘বাঙালীর উৎস সন্ধানে’, ‘বাঙালী জাতীয়তাবাদ’, ‘বিপ্লব ও বিপ্লবীদের কথা’ (‘ফরাসী বিপ্লব’, ‘কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস’, ‘’৭১-এর কবিতা’, ‘কবিতাগুচ্ছ’; ‘পরদেশে পরবাসী’, ‘নতুন দিগন্ত’, ‘সাম্পান ক্রুস’, ‘অনিকেতন’, ‘মা’; ‘গল্পসম্ভার’, ‘বিদেশী বৃষ্টি’, ‘গল্পভুবন’, ‘গল্পসল্প’; ‘নাম মোছা যায় না’, ‘ধর্মের নির্যাস’, ‘ইসলাম ও সমাজতন্ত্র’, ‘মুহম্মদ (সা.) ইসলামের নবি’ (অনুবাদ), ‘বাইবেলে নবী মুহাম্মদ (সা.)’ ও ‘আরব জাতির ইতিহাস’। বস্তুত আব্দুর রউফ চৌধুরী ছিলেন বাংলা-সাহিত্য-জগতে দ্রোহী কথাসাহিত্যের নির্মিতি ও মর্মাংশে এক শুদ্ধ আধুনিকোত্তরক। যুগাত্মক জটিল চেতনাপ্রবাহী আঙ্গিকে তিনি যেমন ছিলেন চূঁড়াবিহারি তেমনই বিষয়-বস্তু-ঘটনাও অতিশয় কালচৈতন্যবাহী ও বিস্ময়সূচক। ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ আন্দোলনের প্রতিষ্ঠাতা, গবেষক, সম্পাদক ও লেখক ড. মুকিদ চৌধুরী হলেন আব্দুর রউফ চৌধুরীর সন্তান।
×