ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটমন্ত্রী আক্রান্ত হননি

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস পাওয়া যায়নি ॥ ডাঃ ফ্লোরা

প্রকাশিত: ১০:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

  দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস পাওয়া যায়নি ॥ ডাঃ ফ্লোরা

স্টাফ রিপোর্টার ॥ দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিদিন দেশবাসীর সামনে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে তুলে ধরছে আইইডিসিআর। সন্দেহজনক ৮৪টি নমুনা পরীক্ষা করে এখন পর্যন্ত কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি। আর হাসপাতালে চিকিৎসাধীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত হননি। মনগড়া তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং আক্রান্ত একজন ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং অধ্যাপক ডাঃ সেব্রিনা ফ্লোরা বলেন, বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের অগ্রগতি পর্যালোচনা করার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক, আইইডিসিআর-এর কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রস্তুতি ও মোকাবেলার জন্য খসড়াকৃত পরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করেন। বস্ত্র ও পাটমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত নন করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের নিয়মিতভাবে অবহিতকরণ ব্রিফিংয়ে এসব কথা বলেন আইইডিসিআর’র পরিচালক। হাসপাতালে ভর্তি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অসুস্থতা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত নন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, তিনি অন্য অসুস্থতা নিয়ে সেখানে গেছেন। সেই অসুস্থতার ধরন জানতে চাইলে অধ্যাপক ফ্লোরা বলেন, ২২৯-ই নামের যে ভাইরাসের কথা বলা হচ্ছে সেটা একটি সাধারণ সর্দি জ্বরের ভাইরাস, যেটা আমাদের দেশে সব সময় আছে। আমাদের দেশে যে সাধারণ সর্দি জ্বর হয়, যেটাকে আমরা কমন ফ্লু বা কমন কোল্ড বলি, এটা সেই জাতীয় ভাইরাস। এর জন্য আলাদা করে কোন চিকিৎসা বা আইসোলেশনের ব্যবস্থা করার প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, এটা নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ারও কিছু নেই। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর জনকণ্ঠকে জানান, বস্ত্র ও পাটমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত নন। করোনাভাইরাসের সাতটি ধরনের একটিতে তিনি আক্রান্ত, যেটাকে বলে ২২৯-ই। এটা কমন কোল্ড, সবারই হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বস্ত্র ও পাটমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার গুঞ্জন নিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়ায়, কোনটা সঠিক কোনটা বেঠিক এটি জানার অপেক্ষা করতে হবে। বিষয়টি পুরোপুরিভাবে জানার আগে মন্তব্য করা ঠিক হবে না। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের এখন সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
×