ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে মাটিচাপা দেয়া ছাত্রের লাশ উদ্ধার ॥ সহপাঠী গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 কেরানীগঞ্জে মাটিচাপা দেয়া  ছাত্রের লাশ উদ্ধার ॥ সহপাঠী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ॥ কেরানীগঞ্জে মোকসেদুল মোমেনিন (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রতনের খামার এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার ফাহিম নামে মোকসেদুলের এক সহপাঠীকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মতে মোকসেদুলের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, বন্দডাকপাড় এলাকায় তাদের বাসা। মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় মোকসেদুল। এরপর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন মোকসেদুলের মোবাইল থেকে তার কাছে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে একজন। এ সময় তাকে বলা হয়, তোর ছেলেকে অপহরণ করা হয়েছে, বাঁচাতে চাইলে ২ কোটি টাকা দিতে হবে। পরে তিনি দুই দফায় বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা অপহরণকারীদের প্রদান করেন। এরপর এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব কেরানীগঞ্জ ক্যাম্পকে লিখিতভাবে জানায়। র‌্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, অভিযোগ পাওয়ার পর বিকাশ নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর নবাবপুর রোড থেকে ফাহিম নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, মঙ্গলবার দুপুরে মোকসেদুলকে রতনের খামার এলাকায় ডেকে নিয়ে জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকা-ে ফাহিম ছাড়াও আরিফ ও রাজু নামে তাদের দুই সহপাঠী অংশ নেয়। তারা পলাতক রয়েছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাহিম হত্যার কথা স্বীকার করে এবং লাশ লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেয়। র‌্যাব ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে এবং খুনের কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মাদারীপুরে যুবকের মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বৃহস্পতিবার সকালে জেলার শিবচর কুমেরপাড় এলাকার আদেল উদ্দিন মৃধার পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবক আল আমিন শিকদার (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আল আমিন শিকদার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকমলাপুর গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে। জানা গেছে, আল আমিন নামের মানসিক ভারসাম্যহীন ওই যুবক গত চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আদেল উদ্দিন মৃধার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ শনাক্ত করা হয়।
×