ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভ্যাট ফাঁকি দেয়া পৌনে ৩ কোটি টাকার জর্দা জব্দ

প্রকাশিত: ০৯:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামে ভ্যাট ফাঁকি দেয়া পৌনে ৩ কোটি টাকার জর্দা জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে জব্দ করা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকার জর্দা। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেনটিভ দল মীরসরাই উপজেলার হিঙ্গুলীর একটি গুদাম থেকে জর্দাগুলো আটক করে। বুধবার এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। কাস্টমস সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মীরসরাই উপজেলার হিঙ্গুলীর আবসার ট্রেডার্সের একটি গুদামে অভিযান চালায় প্রিভেনটিভ দল। সেখানে বিপুল পরিমাণ ‘হাকিমপুরী’ জর্দা পাওয়া যায়, যার প্রস্তুতকারক ঢাকার গাউস কেমিক্যাল ওয়ার্কস। মোট ২৫৮ কার্টন জর্দা উদ্ধার হয়। এরমধ্যে ৫০ গ্রামের ২১৬ কৌটার ১শ’ কার্টন এবং ২৭৬ কৌটার ১৫৮ কার্টন জর্দা রয়েছে। উদ্ধার করা জর্দার ওজন ৩ হাজার ২৬০ কেজি। আটক জর্দাগুলো চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পুরাতন কাস্টম এলাকার ভ্যাট কমিশনারেটের গুদামে নিয়ে আসা হয়েছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ এনামুল হক জানান, গুদামজাত করে রাখা এ বিপুল পরিমাণ জর্দার পক্ষে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি ওই প্রতিষ্ঠান। এর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী এ পণ্য রাষ্ট্রের অনুকূলে নিলামে বিক্রি করা হবে।
×