ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

প্রকাশিত: ০৯:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার থার্ড সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর টায়ার-২ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া বন্ডের বৈশিষ্ট্য হবে- আনসিকিউরড, নন-কনভার্টেবল, সাব-অর্ডিনেটেড। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি। -অর্থনৈতিক রিপোর্টার
×