ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সালিশী বৈঠকে এএসআইর কিরিচের কোপে ক্ষতবিক্ষত দুই ভাই

প্রকাশিত: ১১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 সালিশী বৈঠকে এএসআইর  কিরিচের কোপে ক্ষতবিক্ষত দুই ভাই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জমি নিয়ে বিরোধের জেরে পুলিশের এএসআইর কিরিচের কোপে ক্ষতবিক্ষত দুই ভাই এখন জেলা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মাথা, চোয়াল ও ডান হাতের কব্জি কেটে দেয়া গুরুতর আহত হাফেজ আবু দারদা (৩৫) চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। আরেক ভাই আবদুল্লাহ আল নোমানের (৩০) ঘাঁড়ের রগের বেশ কিছু অংশ কেটে গেছে। গত ১৭ ফেব্রুয়ারি সকালে চকরিয়া ডুলাহাজারা বৈরাগীরখীল গ্রামে সালিশী বেঠকে পুলিশের এএসআই বখতিয়ার উদ্দিন ওরফে ভুট্টু তার দলবল নিয়ে এই ন্যক্কারজনক হামলা চালায়। হামলায় পার্শ^বর্তী গ্রাম রংমহলের মরহুম ডাক্তার আবু তাহেরের বৃদ্ধা স্ত্রী রহিমা আক্তার, তিন পুত্র হাফেজ আবু দারদা, আবদুল্লাহ আল নোমান, কামরুল হাসান, পুত্রবধূ ইয়াছমিন আক্তার গুরুতর আহত হয়। সালিশী বৈঠকে হামলায় নেতৃত্ব দেয়া পুলিশের এএসআই বখতিয়ার ভুট্টু ও আহত আবু দারদা, নোমানরা সম্পর্কে আপন মামাত-ফুফাত ভাই। বর্বরোচিত-ন্যক্কারজনক এই হামলার ঘটনায় পুরো ডুলাহাজারায় সাধারণ জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই ডুলাহাজারার বৈরাগীরখীল গ্রামের মৃত ফয়েজ আহমদের পুত্র উখিয়ার ময়না ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বখতিয়ার উদ্দিন ওরফে ভুট্টুকে প্রধান আসামি করে হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে আবদুল্লাহ আল আরমান বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বর্বরোচিত হামলার হোপ পুলিশের এএসআই জুলফিকার ভুট্টু গ্রেফতার হয়নি। মোবাইলের সিম পাল্টিয়ে উখিয়ার ময়না ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে দিব্যি ডিউটি করে যাচ্ছেন এএসআই বখতিয়ার ভুট্টু। শুধু তাই নয়- প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই সত্য ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে অপরাধ ঢাকতে এএসআই বখতিয়ার তার স্ত্রী ও মামলার আসামি রেহেনা পারভিন লিপিকে বাদী সাজিয়ে গুরুতর আহতদের আসামি করে উল্টো চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী- ছৈয়দুল হক মুরাদ বলেন- পারিবারিক বিরোধীয় জমি নিয়ে এদিন সালিশী বৈঠকে দু’পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে আকস্মিক আমার আপন ভাগ্নে পুলিশের এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টু ও জসিম খোলা কিরিচ হাতে দলবল নিয়ে আমার ভাতিজা হাফেজ আবু দারদা, নোমানদের ওপর হামলে পড়ে।
×