ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লন্ডনে মসজিদে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত, আটক ১

প্রকাশিত: ০৯:১০, ২২ ফেব্রুয়ারি ২০২০

 লন্ডনে মসজিদে  মুয়াজ্জিনকে ছুরিকাঘাত,  আটক ১

যুক্তরাজ্যের লন্ডন কেন্দ্রীয় মসজিদে নামাজরত অবস্থায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি। হামলাকারী যুবককে ধরে পুলিশে দিয়েছেন অন্য মুসল্লিরা। বৃহস্পতিবার বিকেলে শহরের রিজেন্ট পার্কের কাছে এ ঘটনা ঘটে। ওয়েবসাইট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আহত ব্যক্তি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মসজিদের ভেতর লাল জ্যাকেট পরা হামলাকারীকে চেপে ধরে রেখেছেন দুই পুলিশ সদস্য। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় ব্যবহৃত ছুরি পড়ে আছে পাশে একটি চেয়ারের নিচে। লন্ডন ফেইথ ফোরামের পরিচালক মুস্তফা ফিল্ড জানিয়েছেন, মুয়াজ্জিনের ঘাড়ের কাছে একবার ছুরিকাঘাত করে ওই যুবক। সঙ্গে সঙ্গে কয়েকজন মুসলিম নামাজ ছেড়ে হামলাকারীকে ধরে ফেলেন। ফলে গুরুতর আহত হওয়া থেকে বেঁচে যান ৭০ বছর বয়সী মুয়াজ্জিন। আবি ওয়াতিক নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী তার (মুয়াজ্জিন) পেছনেই ছিল। এরপর হঠাৎ ছুরিকাঘাত করে। মনে হয়, সে নামাজ শুরুর জন্য অপেক্ষা করছিল। পুরোটা সময় সে (হামলাকারী) নিরব ছিল। লন্ডন কেন্দ্রীয় মসজিদের মহাপরিচালক ড. আহমাদ আল দুবায়ান বলেন, এ ঘটনায় আমরা দুঃখিত। আশা করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র, কোন ধরনের বিদ্বেষ সম্পর্কিত বা অনুপ্রাণিত নয়। একই বিশ্বাস পুলিশেরও। ঘটনার পর থেকেই নিরাপত্তা জোরদারে এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে। চীফ সুপারিনটেনডেন্ট হেলেন হার্পার বলেন, ২৯ বছর বয়সী এক যুবককে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। সে মসজিদের ভেতর নামাজে অংশ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
×