ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে আরও দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  সেন্টমার্টিনে আরও  দুই রোহিঙ্গার  মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনের অদূরে সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরও দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দুজনের মরদেহ উদ্ধারের পর লাশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ এ। জানা যায়, সেন্টমার্টিন কোস্টগার্ডের টহল দল সেন্টমার্টিন পশ্চিম বিচের পার্শে পানিতে ভাসমান দুটি মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার করে। গত ১১ ফেব্রুয়ারি ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৭৫ জন জীবিত উদ্ধার এবং ২১ রোহিঙ্গার লাশ উদ্ধার হলো। তন্মধ্যে ১৫ জন মেয়ে ৬ জন পুরুষ রয়েছে। অপরদিকে শহরের মৌসুমি হোটেল নামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই হোটেলের একটি কক্ষের চৌকির নিচে মরিয়ম বেগম (২৯) নামে হতভাগা ওই নারীর মৃতদেহ পাওয়া যায়। রবিবার মধ্যরাতে শহরের কোর্টবিল্ডিং এলাকার এ হোটেলটি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম উখিয়া তুতুরবীলের শামসুল আলমের স্ত্রী বলে হোটেল রেজিস্ট্রারে উল্লেখ ছিল। তবে পুলিশ বলছে, শামসুল আলম স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠলেও সে প্রকৃত স্বামী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
×