ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা-কলকাতা রুটে আরও একটি বন্ধন এক্সপ্রেস

প্রকাশিত: ১০:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

 খুলনা-কলকাতা রুটে আরও একটি বন্ধন এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু হয়েছে। ট্রেনটি প্রতি রবিবার এই রুটে চলাচল করবে। রবিবার দুপুরে খুলনা রেলস্টেশনে ফিতা কেটে ট্রেনটি উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময়ে খুলনায় ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার রাজেস কুমার রাইনা, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, রেলওয়ে পশ্চিম বিভাগের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ট্রেনটি উদ্বোধনের মধ্যে দিয়ে এখন থেকে সপ্তাহে দুদিন (রবিবার ও বৃহস্পতিবার) খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল করবে। ইতিপূর্বে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলাচল করত। সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও দুই দেশের মানুষের যাতায়াতের সুবিধার্থে এই ট্রেনটি চালু করা হয়েছে।
×