ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

প্রকাশিত: ১০:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

 রোহিঙ্গাদের ন্যায়  বিচার নিশ্চিতে  জাতিসংঘের প্রতি  বাংলাদেশের  আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, রোহিঙ্গা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বেচ্ছায় ফিরে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি বৃহস্পতিবার ‘শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই শান্তি : যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার’ শীর্ষক নিরাপত্তা পরিষদে এক উন্মুক্ত আলোচনায় বক্তৃতাকালে এ কথা বলেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়। খবর বাসসর। তিনি এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দেশগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে অপরাধের বিচারে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘন ও নৃশংস অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি ২৩ জানুয়ারির আইসিজের আদেশকে এই ক্ষেত্রে একটি যুগান্তকারী উন্নয়ন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুদ্ধোত্তর পরবর্তী পরিস্থিতিতে মুক্তি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিরোধ ও অতীত স্বৈরাচার বৃত্ত ভেঙ্গে দেয়া খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তা কাউন্সিলের সভাপতি হিসেবে বেলজিয়াম এই বিতর্কের আয়োজন করে।
×