ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পাঁচ নির্মাণ শ্রমিকসহ নিহত ৭

প্রকাশিত: ০৯:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০

 সড়ক দুর্ঘটনায় পাঁচ  নির্মাণ শ্রমিকসহ  নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত এবং ৭ জন আহত হয়। এ ছাড়া জামালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাউবির এসএসসি পরীক্ষার্থী রফিক মিয়া নিহত এবং একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) পথচারী নিহত হয়েছেন। বিভিন্নস্থান থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টার এ খবর পাঠিয়েছেন। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৫ নির্মাণ শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (৩০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪৩), বেলায়েত মুন্সীর ছেলে সুমন মুন্সী (২৮), হাফিজুর মোল্লার সুজন মোল্লা (৩০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)। এদের বাড়ি কাশিয়ানী উপজেলার চিতা গ্রামে। জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইলেকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাউবির এসএসসি পরীক্ষার্থী রফিক মিয়া নিহত এবং একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সূর্যনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পৃথক স্থানে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউবির দুই এসএসসি পরীক্ষার্থী রফিক মিয়া (২২) ও অন্তর মিয়া (২০) শুক্রবার সকালে রাহেলা কাদির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে দেওয়ানগঞ্জ থেকে মোটরসাইকেলে বকশীগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সকাল সাড়ে ৮টার দিকে সানন্দবাড়ী-বকশীগঞ্জ সড়কের সূর্যনগর এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রফিক ও অন্তর গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় ॥ মধ্যরাতে দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবহনকারী একটি বাস। শুক্রবার রাত একটার দিকে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, ১২ ফেব্রুয়ারি ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নওগাঁ যান।
×