ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে রেলের ৩৩ দখলদারের জরিমানা ॥ একজনের কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সৈয়দপুরে রেলের ৩৩ দখলদারের জরিমানা ॥ একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে রেলের জায়গা দখলকারী ৩৩ জনের কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা এবং সরকারী কাজে বাধা দেয়ায় একজনের সাত দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পূর্বের দেয়া নোটিস অনুযায়ী বুধবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দিন থাকলেও দখলকারীদের আবেদনের প্রেক্ষিতে আবারও পনেরো দিনের সময় দেয়া হয় তাদের। সৈয়দপুর শহরের হাওলাদারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। রেল বিভাগ জানায়, ১০৩ জনের কাছে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের দিন নির্ধারিত থাকায় সকাল থেকে অভিযানের প্রস্তুতি শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দখলদারদের আবেদনের প্রেক্ষিতে আবারও ১৫দিনের সময় বেঁধে দিয়ে অর্থদ- আদায় করা হয়। এ সময় সরকারী কাজে বাধা দেয়ায় নাদিম নামে এক যুবককে সাতদিনের কারাদ- প্রদান করে আদালত। অপরদিকে রেলে জমি লিজ নেয়া থাকলেও খাজনা পরিশোধ না থাকায় সৈয়দপুর থেকে প্রকাশিক সাপ্তাহিক আলাপন পত্রিকা অফিসে তালা লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় পত্রিকাটির সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে জানায়, সকলকে ১৫ দিন সময় দেয়া হচ্ছে। এর ব্যতিক্রম শুধু আলাপন অফিসের ক্ষেত্রে। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান বলেন, রেলের আটশ’ একর জমির মধ্যে সাড়ে চারশ’ একর জমি অবৈধ দখল হয়ে গেছে। এছাড়া সাড়ে ২২শ’ কোয়ার্টারের মধ্যে উনিশ শ’ কোয়ার্টার দখল হয়ে রয়েছে। রাজশাহী কারাগারে হাজতির মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী হায়দার (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে রামেক হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ মাসুদুর রহমান জানান, আলী হায়দার মাদক মামলার আসামি ছিলেন। তার মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। তার হাজতি নম্বর ৯২৭০/১৯। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ৯ জানুয়ারি কারাগার থেকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
×