ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হাইকোর্ট তুরাগের সীমানা পিলার আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে

প্রকাশিত: ১০:২২, ১০ ফেব্রুয়ারি ২০২০

 হাইকোর্ট তুরাগের সীমানা পিলার আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তুরাগ নদের সীমানা নির্ধারণী পিলার ব্যক্তিমালিকানাধীন জমিতে স্থাপন করা হয়েছে, এমন ৬২ পরিবারের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) আবেদনের নিষ্পত্তি করতে হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ রবিবার এ আদেশ দেয়। এ সময় আদালতে আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট ফাহাদ মাহমুদ। অন্যদিকে তুরাগের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। মামলার সূত্র জানায়, রাজধানীর তুরাগের সীমানা রক্ষায় ২০০৯ সালে হাইকোর্ট কয়েক দফা নির্দেশসহ রায় দেয়।
×