ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধানমণ্ডিতে ডায়াগনস্টিক সেন্টারে আগুন

প্রকাশিত: ১২:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২০

ধানমণ্ডিতে ডায়াগনস্টিক সেন্টারে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানম-িতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বুধবার রাতে আগুন লাগে। রাত আটটায় আগুনের সূত্রপাত। প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে চেষ্টার পর রাত পৌনে দশটায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সেখানে আগত রোগী ও স্বজনদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। দোতালায় এমআরআই মেশিন কক্ষে আগুনের সূত্রপাত এবং কেউ হতাহত হননি বলে জানিয়েছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোঃ শহিদুল আলম জনকণ্ঠকে জানান, আগুনের দৃশ্যমান প্রকৃতি ছিল আতঙ্কের। হঠাৎ ধোঁয়া ছড়াতে শুরু করায় সে সময় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা থেকে উৎসুক জনতাকে দূরে রাখার চেষ্টা করেন। বুধবার রাত ৮টার দিকে পপুলারের ডায়াগনস্টিক সেন্টার ভবনের দোতলায় আগুন লাগার খবর পাই আমরা। আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচুর ধোঁয়া সৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে হতাহতের কোন খবর আমরা পাইনি বলে জানান মোঃ শহিদুল আলম। এদিকে আগুনের খবর সংগ্রহে গিয়ে পপুলারের কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। ডায়াগনস্টিক সেন্টারের লোকজন যমুনা টিভির রিপোর্টারকে ধাক্কা দেয়। আমার ও বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের ওপরও চড়াও হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
×