ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাটহাজারীর ফার্মেসিতে নকল সেকলো ক্যাপসুল

প্রকাশিত: ১১:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২০

হাটহাজারীর ফার্মেসিতে নকল সেকলো ক্যাপসুল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার একটি ফার্মেসি থেকে ময়দায় বানানো বিপুল পরিমাণ ‘সেকলো’ ক্যাপসুল। এছাড়া একই ফার্মেসির গোডাউনে পাওয়া গেছে প্রায় ১ লাখ টাকার সরকারী ওষুধ। বুধবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অভিযোগের সত্যতা মিলেছে। পৌরসভার আলম ফার্মেসিতে পাওয়া গেছে ২২৪ পাতা নকল সেকলো ক্যাপসুল, যেগুলো ময়দা দিয়ে তৈরি করা। গাজীপুরে ৮ দোকানে ডাকাতি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে নিরাপত্তা প্রহরীদের বেঁধে জুয়েলারি, মোবাইল ও ইলেক্ট্রনিক্সের দোকানসহ ৮ দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকানের তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে মঙ্গলবার গভীর রাতে একদল ডাকাত পিকআপ নিয়ে হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাজারের পাঁচ নিরাপত্তা প্রহরীকে বেঁধে ফেলে।
×