ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কম ভোটে মোটেও অবাক হননি মাহবুব তালুকদার

প্রকাশিত: ১১:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২০

কম ভোটে মোটেও অবাক হননি মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে ভোটের হার দেখে সরকারী দলও ভাবনায় পড়েছে। অস্বাভাবিক কম ভোট তাকে মোটেই অবাক করেনি। তবে, এটা গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত হতে পারে। কিন্তু এটাই বাস্তব চিত্র। রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের হার নিয়ে নানা আলোচনার মধ্যে ভোটগ্রহণের দু’দিন পর মঙ্গলবার নিজের কার্যালয়ে ‘আমার কথা’য় একথা বলেন মাহবুব তালুকদার। তিনি বলেন, ইসিতে সহকর্মীদের সঙ্গে ভিন্নমত পোষণের জন্য আলোচিত এই নির্বাচন কমিশনার ঢাকার নির্বাচন পর্যালোচনা করে তার মূল্যায়ন বরাবরের মতোই লিখিতভাবে সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিন সপ্তাহে ব্যাপক প্রচারের পর গত শনিবার ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটের হার ছিল ২৫ শতাংশ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটের হার ছিল ২৯ শতাংশ। সিইসি কেএম নূরুল হুদা বলেছেন, তারা ভোটারদের কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি করলেও প্রার্থী তথা দলগুলো মানুষকে আনতে পারেনি। মাহবুব তালুকদার বলেন, ক্ষমতাসীন দলের নেতারা অভিযোগ তুলেছেন, বিএনপি নানা কথায় আতঙ্ক ছড়িয়ে ভোটারদের ভোট দিতে যেতে নিরুৎসাহিত করেছে। বিপরীতে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ আমলে নির্বাচন ব্যবস্থার প্রতিই মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অস্বাভাবিক কম ভোট পড়া আমার কাছে স্বাভাবিক বলেই মনে হয়। বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যত কী? এমন প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনবিমুখতা গণতন্ত্রহীনতার নামান্তর। এই নির্বাচনে ভোটের প্রতি জনগণের অনীহা দেখে মনে প্রশ্ন জাগে, জাতি কি ক্রমান্বয়ে গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে? ভোটকেন্দ্রে বিরোধী পক্ষের দৃশ্যমান অনুপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ও নির্বাচন ব্যবস্থাপনার পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত যেভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তাতে আচরণবিধি রাখা না রাখা সমান বলেও মনে করেন মাহবুব তালুকদার।
×