ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজহার ও কায়সারের মামলার পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা

প্রকাশিত: ০৯:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২০

  আজহার ও কায়সারের মামলার পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার এটিএম আজাহারুল ইসলাস এবং জাতীয় পার্টির সাবেক মন্ত্রী কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ড বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষায় আসামি পক্ষ। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলেই আসামি পক্ষ রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারবে। রাষ্ট্র ও আসামি পক্ষ আশা করছে শীঘ্রই এ দুটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হবে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আজাহারুল ইসলাম ও সৈয়দ মোহাম্মদ কায়সারের সামনে দুটি পথ খোলা রয়েছে। প্রথমত : এ রায়ের বিরুদ্ধে রিভিউ করা। আর দ্বিতীয়ত: রিভিউ যদি খারিজ হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। গত ৩১ অক্টোবর আপীল বিভাগ এটিএম আজাহারুল ইসলাম ও ১৪ জানুয়ারি মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদন্ডের আদেশ বহাল রখেছে আপীল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহামুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ রায়ের সংক্ষিপ্তসার জানিয়ে দেন।
×