ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনবিআর কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন হবে রাজস্ব আদায়ে

প্রকাশিত: ০৯:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২০

এনবিআর কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন হবে রাজস্ব আদায়ে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ঘাটতি পূরণে সক্রিয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় এনবিআরের কর্মকর্তারে নিয়ে বৈঠকে বসছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রাহমাতুল মুনিম। এতে কর্মকর্তাদের কাজের দক্ষতার পাশাপাশি সততার দিকটি বিবেচনায় নেবেন নতুন এই চেয়ারম্যান। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি অর্থবছরের শুরু থেকে লক্ষ্যমাত্রার ঘাটতি শুরু হয়। দিনে দিনে বেড়ে প্রায় ৩২ হাজার কোটি টাকার কোটায়। তাই এই অর্থবছরের নতুন এনবিআর চেয়ারম্যানের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কৌশল হিসেবে আজ রবিবার শুল্ক ও ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে বসবেন তিনি। আর এই বৈঠকে আলোচনা হবে রাজস্ব লক্ষ্যমাত্রার অর্জনের নানা বিষয়ে। পাশাপাশি নতুন চেয়ারম্যান এই ঘাটতির কারণও জানতে চাইতে পারেন কর্মকর্তাদের। আর কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন হবে সততা ও দক্ষতার ভিত্তিতে বলে জানিয়েছে সূত্র। সেক্ষেত্রে যারা অতিলোভীদের হুঁশিয়ারিও দিয়েছেন বর্তমান এনবিআর চেয়ারম্যান। এর আগে কাস্টমস দিবস পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কর্মকর্তারে উদ্দেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা আনতে যতটা কঠোর হওয়া দরকার, ততটা কঠোর হব। এছাড়া রাজস্ব ঘাটতি পূরণে গুরুত্ব দেয়া হবে। এ ক্ষেত্রে করের আওতা বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নযোগ্য নতুন নতুন পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন এনবিআরের এই নতুন চেয়ারম্যান। এনবিআরের তথ্য পর্যালোচনায় জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৬৮ কোটি ৯৮ লাখ টাকা। আর আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৬১ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ ৬ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৭ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কাস্টমসে লক্ষ্যমাত্রা ছিল ৪৪ হাজার ৫৯৭ কোটি ৫৪ লাখ টাকা, আদায় হয়েছে ৩১ হাজার ৪২৩ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ কাস্টমসে লক্ষ্যমাত্রা ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৩ কোটি ৭৩ লাখ টাকা। কাস্টমসে রাজস্ব আদায়ের প্রধান উৎস কাস্টম হাউসগুলো। দেশের ৬টি কাস্টম হাউসের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করেছে কমলাপুর আইসিডি। এছাড়া অন্য কাস্টম হাউসগুলো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এদিকে, রাজস্ব আদায়ের প্রধান খাত ভ্যাটে প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৫১ হাজার ৯৯৬ কোটি ১৭ লাখ টাকা, আদায় হয়েছে ৪১ হাজার ৯০ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে ভ্যাটে ঘাটতি ১০ হাজার ৯০৫ কোটি ৩৬ লাখ টাকা। এনবিআরের আরেকটি সূত্র জানায়, চলতি অর্থবছরের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও একটা সন্তোষজনক রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে রাজস্ব কৌশল নির্ধারণ করতে কাস্টমস ও ভ্যাটে দক্ষ অফিসারদের বেছে নেবে এনবিআর। সেক্ষেত্রে দক্ষতার পাশাপাশি তার সততার বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়া হবে। এনবিআররের রাজস্ব আদায় বাড়াতে কাস্টমস ও ভ্যাটে পরিবর্তন আসতে পারে বলে নিশ্চিত করেছে এই সূত্র। গুরুত্বপূর্ণ কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটে আসতে পারে পরিবর্তন।
×