ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌরপৃষ্ঠের নতুন ছবি

প্রকাশিত: ০৯:১৫, ৩১ জানুয়ারি ২০২০

সৌরপৃষ্ঠের নতুন ছবি

পৃথিবী থেকে তোলা সূর্যের সবচেয়ে বিস্তারিত ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। হাওয়াইয়ের ৩ হাজার মিটার উঁচু হালেকালা আগ্নেয়গিরির ওপর স্থাপিত ড্যানিয়েল কে ইনুয়োই সোলার টেলিস্কোপ (ডিকেআইএসটি) থেকে তোলা ছবিতে দেখা যায় সূর্যের উপরিভাগ অনেকগুলো ছোট ছোট সেলে বিভক্ত। সেলগুলোর একেকটির আকার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সমান। পৃথিবী থেকে সৌরপৃষ্ঠের এত বিস্তারিত ছবি আগে কখনও তোলা সম্ভব হয়নি। - বিবিসি গুগলের অফিস বন্ধ করোনা ভাইরাসের প্রভাবে চীনের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ কমে এসেছে। ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল দেশটিতে তাদের সব অফিস বন্ধ রাখার কথা বুধবার জানিয়েছে। চীনের মূল ভূখ-, হংকং ও তাইওয়ানে অফিস বন্ধ রেখেছে গুগল। গুগলের কর্মীদের অবিলম্বে চীন ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে। চীন-মার্কিন দ্বন্দ্বের জেরে চীনে গুগলের অনেকগুলো ওয়েব সার্ভিস বন্ধ থাকলেও চীনের মূল ভূখ-ে তাদের চারটি অফিস রয়েছে। -রয়টার্স
×