ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে

প্রকাশিত: ১১:০৭, ৩০ জানুয়ারি ২০২০

বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে শৈত্যপ্রবাহ নেই। বৃষ্টি ও ঠা-া বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেশের অধিকাংশ সেন্টারে রেকর্ডকৃত সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রাও খুব বেশি হ্রাস পায়নি। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। অনুভূত হয় কনকনে শীত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘলা। আজ বৃহস্পতিবারও আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু দেশের সর্বত্র তীব্র শীত অনুভূত হবে না। তাপমাত্রা পর্যাপ্ত থাকার পরও শীত অনুভূত হওয়ার বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদরা জানান, বুধবার তাপমাত্রা খুব বেশি হ্রাস পায়নি। অনেকটা স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি স্থানেই থাকে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ২৬.৫ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯.১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। আর ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪.৩ ও ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস। তেঁতুলিয়া ছাড়া দেশের সব সেন্টারেই সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। অর্থাৎ বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনুভূত হওয়ার পেছনে তাপমাত্রার তেমন ভূমিকা ছিল না। বৃষ্টি, মেঘলা আকাশ, ঠাণ্ডা বাতাস ও মাঝারি ধরনের কুয়াশার কারণেই শীতের তীব্রতা বেড়ে যায়।
×