ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্কুল-কলেজে সরস্বতী পূজার ছুটির তারিখ সংশোধন

প্রকাশিত: ১১:৪৫, ২৮ জানুয়ারি ২০২০

স্কুল-কলেজে সরস্বতী পূজার ছুটির তারিখ সংশোধন

স্টাফ রিপোর্টার ॥ ২৯ জানুয়ারি নয়, সরস্বতী পূজার ছুটি আগামী ৩০ জানুয়ারি। ছুটির তালিকা সংশোধন করে সোমবার নতুন এ আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আজ আদেশ জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় ৩০ জানুয়ারিই সরস্বতী পূজার ছুটি রাখা হয়েছে। প্রাথমিক থেকে কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা অনুমোদন করেন যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দফতরের কর্মকর্তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় সরস্বতী পূজার ছুটি ২৯ জানুয়ারি ছিল। যেহেতু, পূজা ৩০ জানুয়ারি সেহেতু ওইদিনই স্কুল বন্ধ থাকবে। আর ২৯ জানুয়ারি যথারীতি স্কুল চলবে। ২৩ জানুয়ারি পিটিআই স্কুলগুলোতে সরস্বতী পূজার বন্ধ ৩০ জানুয়ারি ঘোষণা করে একটি আদেশ জারি করা হয়েছিল। কিন্তু সাধারণ স্কুলের আদেশ জারি হয়েছে সোমবার। এর আগে ২৯ জানুয়ারি নয়, প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পূজার ছুটি ৩০ জানুয়ারি নির্ধারণের দাবি জানান বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সুব্রত রায়। প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ্ সোমবার আদেশ জারি করে বলেছেন, যেহেতু পূজা ৩০ তারিখ তাই ছুটিও ওইদিন। ২৯ তারিখ স্কুল খোলা থাকবে। এদিকে মাধ্যমিক স্কুল ও কলেজে সরস্বতী পূজার ছুটি ৩০ জানুয়ারি ঘোষণা করে আদেশ জারি হচ্ছে।
×