ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল পলিমারের মুনাফা বেড়েছে ১২০ শতাংশ

প্রকাশিত: ০৯:২৫, ২৭ জানুয়ারি ২০২০

ন্যাশনাল পলিমারের মুনাফা বেড়েছে ১২০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুয়ায়ী ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১০৫ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬৬ পয়সা। সে হিসেবে ন্যাশনাল পলিমার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.৭৯ টাকা বা ১২০ শতাংশ। ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ’১৯) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৩০ পয়সা। সে হিসেবে ন্যাশনাল পলিমার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১.৩৬ টাকা বা ১০৫ শতাংশ। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৪ টাকা ৪২ পয়সা। ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৬ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৬৬ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি। এর মধ্যে ৪৩ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
×