ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে আগুনে পুড়ে ৬ মাসের শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:১৩, ২৬ জানুয়ারি ২০২০

সীতাকুণ্ডে আগুনে পুড়ে ৬ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৫ জানুয়াারি ॥ সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছয় মাসের শিশু সুপ্রভা বড়ুয়া নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। নিহত শিশু চট্টগ্রাম জেলার পটিয়া থানার সালবাতলি বেলহাইন এলাকার প্রবাসী স্বপন বড়ুয়ার শিশু কন্যা। তারা স্ব-পরিবারে জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার সমাজ বৌদ্ধ মন্দির পাহাড়ের উত্তর পাশে বসবাস করেন। জানা গেছে, প্রবাসী স্ব^পন বড়ুয়ার স্ত্রী সুমি বড়ুয়া সকালে ছয় মাসের শিশু কন্যাসহ দুই মেয়ে এক পুত্রকে বাসায় রেখে পাহাড়ের ওপর থেকে নিচে নামেন বাজার-সদায় করতে। এ সময় দুই মেয়ে ও এক পুত্র চুলার আগুন দিয়ে খেলাধুলা শুরু করেন। অসাবধানতাবশত চুলার আগুন ঘরে লেগে আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ঘর পুড়ে যায়। এ সময় দুই মেয়ে ও এক পুত্র ঘরের বাইরে এসে আগুন আগুন করে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ঘরের যে ছয় মাসের শিশু সন্তান ছিল তা কেউ জানেনি। এ সময় শিশুটি দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। ভাষাসৈনিক মুহম্মদ মুসার স্মরণসভা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত ভাষাসৈনিক ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহম্মদ মুসার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম প্রমুখ।
×