ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পারাবত এক্সপ্রেসের পাওয়ারকারে আগুন

প্রকাশিত: ০৮:০৭, ২৫ জানুয়ারি ২০২০

   পারাবত এক্সপ্রেসের  পাওয়ারকারে  আগুন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির পাওয়ার কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা ও বিশেষ ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটে যাবার সময় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেনের আউটার প্রবেশ করার পর পাওয়ার কারের নিচে ধোয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের কুন্ডুলী ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। এ সময় নামতে গিয়ে বেশ কয়েক যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পাওয়ারকারের এক হাজার লিটার জ্বালানি তেল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্মকর্তারা জানান।
×