ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে উৎখাতে মরিয়া ডেমোক্র্যাটরা, ৪৫ শতাংশ মার্কিনী চান তার বিদায়

রিপাবলিকানদের সহায়তা প্রত্যাশা

প্রকাশিত: ০৯:১৫, ২৪ জানুয়ারি ২০২০

রিপাবলিকানদের সহায়তা প্রত্যাশা

মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক সদস্যরা বুধবার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচারের দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। তারা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ও গণতন্ত্র রক্ষার জন্য রিপাবলিকান সদস্যদের সহায়তা কামনা করেছেন। নিরপেক্ষ রিপাবলিকান সদস্যদের প্রতি ডেমোক্র্যাট শিবিরের আহ্বান, গণতন্ত্রকে রক্ষার জন্য ভোট দিন। খবর এপির। ডেমোক্র্যাটরা ২৪ ঘণ্টা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পারবেন। নির্বাচনের বছরে ট্রাম্পের বিচার নিয়ে দেশটির জনগণ কার্যত দুইভাগ হয়ে পড়েছে। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান, এ্যাডাম শিফ বুধবার ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে কি কি অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবে-তার একটি ধারণা দেন। ডেমোক্র্যাটদের অন্যতম প্রধান অভিযোগ-ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেছেন। তিনি ক্ষমতা খাটিয়ে বিষয়টির তদন্তে মার্কিন সিনেটকে বাধা দিয়েছেন। এ সময় মার্কিন সিনেটরদের ট্রাম্পের বিরুদ্ধে বিচারে রাজনীতির উর্ধে উঠে কাজ করার আহ্বান জানান এ্যাডাম শিফ। তিনি বলেন, আগামী দিনগুলোতে আমরা আপনাদের (সিনেটর) ও মার্কিন জনগণের সামনে বিস্তারিত তুলে ধরব যে, ডোনাল্ড ট্রাম্প ঠিক কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দেশের পক্ষে দাঁড়িয়ে আমি এসব তুলে ধরব যা মার্কিন জনগণ সহ্য করবে না। ট্রাম্প প্রশাসন কিভাবে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে তিনি তার বিস্তারিত তুলে ধরেন। এ সময় ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেলরের বক্তব্যের কিছু অংশ দেখানো হয়। উইলিয়াম টেলরকে বলতে শোনা যায়- ট্রাম্পের পদক্ষের কারণেই মূলত যুক্তরাষ্ট্র এই সহায়তা থেকে সরে আসে। শিফের বক্তব্য চলাকালে অধিকাংশ সিনেটর তার ডেস্কেই ছিলেন এবং সকল বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। নির্বাচনের বছরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার নিয়ে রিপাবলিকান শিবির আরও প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে অনাগ্রহী। কয়েক রিপাবলিকান সিনেটর বলেছেন, বুধবার পর্যন্ত যেসব তথ্য ট্রাম্পের বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছে-সেসবের পক্ষে সমর্থন দেয়ার মতো আপাতত কিছু নেই। এ সময় তারা ডেমোক্র্যাটদের উপস্থাপিত কিছু নথিও অস্বীকার করেন। ডেমোক্র্যাটরা বলেছে, ট্রাম্পের বিরুদ্ধে যেসব তথ্য এসেছে তা পর্যাপ্ত। দেশটির ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের মুখোমুখি হয়েছেন ট্রাম্প। এর আগে রিচার্ড নিক্সন ও বিল ক্লিনটন অভিশংসনের মুখে পড়েও উতরে যান। এদিকে ট্রাম্পের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সংবাদ সংস্থা এপি ও এনওআরসি সেন্টার ফর পাবলিক এ্যাফেয়ার্স জরিপে দেখা গেছে ৪৫ শতাংশ জনতা মনে করে-ট্রাম্প দোষী সাব্যস্ত হবেন এবং তাকে ক্ষমতা ছাড়তে হবে। অপরদিকে ৪০ শতাংশ লোক মনে করে-এসব ঠিক হবে না। ১৪ শতাংশ জনগণ এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার জুরি হিসেবে মোট একশ’ সিনেটর কাজ করছেন। এর মধ্যে চারজন প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান। রিপাবলিকানরা বিচার দ্রুত শেষ করতে আগ্রহী। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক এই অভিশংসন কার্যক্রম গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু করে সিনেট। এ লক্ষ্যে বৃহস্পতিবার একশ’ সিনেটর নিরপেক্ষ ভূমিকা পালনের শপথ নেন। মার্কিন সুপ্রীমকোর্টের বিচারপতি জন রবার্টস তাদের শপথ পাঠ করান। ১৮ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। পক্ষে ভোট পড়ে ২২৮ আর বিপক্ষে ১৯৩ ভোট। এরপরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে আসে। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির প্রধান এ্যাডাম শিফসহ প্রতিনিধি পরিষদের সাত সদস্য এ বিচার প্রক্রিয়ায় তারা কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন, প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির প্রধান জেরল্ড নাডলার, নিউইয়র্কের বিচারক জেফ্রিস, ক্যালিফোর্নিয়ার জো লফগ্রেন, কলোরাডোর জেসন ক্রো, ফ্লোরিডার ভাল ডেমিংস এবং টেক্সাসের সিলভিয়া গার্সিয়া সিনেটের এ বিচারে বাদীর ভূমিকায় রয়েছেন। ট্রাম্প তার আনা অভিযোগ বরাবর অস্বীকার করে এ বিচারকে প্রহসন আখ্যা দিয়েছেন।
×