ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজাহানপুরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ১১:৪৪, ২১ জানুয়ারি ২০২০

 শাহজাহানপুরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসাটিতে রক্ষিত বিভিন্ন আত্মীয় স্বজনের বিপুল স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। গত রবিবার রাত পৌনে বারোটার পর শাহজাহানপুর থানাধীন মালিবাগের ২৩৭/২৩৮ নম্বর নকশি ভিলার পঞ্চম তলার সি নম্বরে অধ্যাপক হারুন অর রশীদের ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ঘটনার আগের দিন অধ্যাপক হারুন অর রশীদের স্ত্রী শিরিন মাহমুদা তার বড় মেয়ে রোকেয়া মাহমুদার বাসায় বেড়াতে গিয়েছিলেন। রাতে রুমটি খালি ছিল। সেই সুযোগে চোরেরা গ্রিল কেটে বাসায় থাকা মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সোমবার শাহাজাহানপুর থানায় অধ্যাপক হারুন-অর-রশীদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, চোররা দশ আনা ওজনের লকেটযুক্ত তিনটি স্বর্ণের পুঁতির মালা, প্রায় দশ ভরি ওজনের নয়টি স্বর্ণের চেন, প্রায় ১৩ ভরি ওজনের ১০টি স্বর্ণের চুড়ি, ১০ ভরি ওজনের হাতের দুইটি চুড়ি, ২০ ভরি ওজনের দুই সেট হার ও কানের দুল, তিন ভরি ওজনের কানের দোল, প্রায় তিন ভরি ওজনের আটটি স্বর্ণের আংটি, ১ ভরি ওজনের নীল পাথরের সেট, ২ ভরি ওজনের কানের দোলসহ অন্যান্য স্বণালঙ্কার। সবমিলিয়ে প্রায় ৬২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। এছাড়া নগদ ১৫ হাজার টাকা, শাড়িসহ আরও কিছু দামী মালামাল নিয়ে যায় চোররা। গতকাল সোমবার সকালে স্ত্রীর রুমে গিয়ে সেখানকার জানালার গ্রিল কাটা পাওয়া যায়। সেখান দিয়ে একজন মানুষ অনায়াসে প্রবেশ করতে পারে।
×