ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালন

প্রকাশিত: ০৯:৪৮, ২১ জানুয়ারি ২০২০

  নরসিংদীর শিবপুরে  শহীদ আসাদ  দিবস পালন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ শিবপুরে শহীদ আসাদের ৫১তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের ধানুয়ার সমাধিস্থলে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন প্রভাত ফেরিসহ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। যারা শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মন্জুর এলাহী, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান (ভারপ্রাপ্ত) শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ছায়দুর রহমান, শহীদ আসাদ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। শহীদ আসাদের ছোট ভাই ডাঃ নুরুজ্জামান ও মিলি রহমান নিউইয়র্ক আওয়ামী লীগ নেত্রী কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, ’৬৯-এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে (চাঁনখারপুল) পুলিশের গুলিতে তিনি নিহত হন।
×