ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিপুরের বাজারের খাস জমিতে চলছে বহুতল ভবন নির্মান কাজ

প্রকাশিত: ০৯:২৭, ২০ জানুয়ারি ২০২০

মহিপুরের বাজারের খাস জমিতে চলছে বহুতল ভবন নির্মান কাজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ মহিপুর মৎস্যবন্দর ভূমি অফিসের কয়েক শ’ গজ দুরে সরকারি খাস জমি দখল করে চলছে ভবন নির্মাণ কাজ। উপজেলার মহিপুর বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এ ভবন নির্মানে ইতোমধ্যে মাটির নিচ থেকে প্রায় সকল পিলারে ঢালাই দেয়ার কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান, মালয়েশিয়া প্রবাসী হানিফ মিয়া স্থানীয় ভুমি অফিস ম্যানেজ করে তিন তলা মার্কেট করার জন্য ভবন নির্মান কাজ চলছে। একাধিক ব্যক্তি জানান, স্থানীয় মরহুম আবদুল করিম আকনের নামে দুই শতক জমি বন্দোবস্ত থাকায় তা হানিফের কাছে বিক্রি করে দেয় তার ওয়ারিশগন। ওই ব্যক্তি বন্দোবস্তকৃত জমিছাড়াও সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা আরো জানান, প্রভাবশালী এশাধিক ব্যবসায়ী আরো আগে একশনা বন্দোবস্তকৃত খাস জমিতে বহুতল ভবন নির্মাণ করেছেন। বর্তমানে প্রবাসী হানিফ মিয়া মার্কেট নির্মাণ করছেন। তবে এসব অবৈধ স্থাপনা নির্মাণে সংশ্লিস্ট কতৃপক্ষ উদাসীন রয়েছে। প্রবাসী হানিফ জানান, ওইখানে তার স্থায়ী বন্দোবস্তকৃত জমিতে তিনতলা মার্কেট নির্মান করছেন, সমস্যা নেই। মহিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আজিজুুর রহমান জানান, হানিফ মিয়ার নামে ০২ শতাশং জমির কাগজ রয়েছে। সরকারি জমি দখল করেছে কি না এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহাদয়ের বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস জানান, মহিপুর তহসিল থেকে একটা চিঠি এসেছে। যাছাই বাছাইয়ের আগ পর্যন্ত কাজ বন্ধ রাখা হবে।
×