ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে দুই রোহিঙ্গার ১০ বছরের দন্ড

প্রকাশিত: ১১:৩৯, ২০ জানুয়ারি ২০২০

 কক্সবাজারে দুই  রোহিঙ্গার ১০ বছরের দন্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ৭০ হাজার ইয়াবা সরবরাহ করার অভিযোগে মাদক কারবারি ২ জন রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কক্সবাজারের যুগ্ম-জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান রবিবার এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে-টেকনাফ উত্তর নাইট্যংপাড়ার মোহাম্মদ ছৈয়দ মাস্টারের পুত্র মোহাম্মদ জামালের ভাড়া বাসা থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি ভোর ৬টার দিকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার পেরামপ্রু গ্রামের বাসিন্দা মোহম্মদ আলমের পুত্র মোহাম্মদ রফিক খোকন ও একই এলাকার মোহাম্মদ কালুর পুত্র মোহাম্মদ আবদুল আমিন ও ভাড়াটিয়া মোহাম্মদ জামালকে বিজিবির একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার ও বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে। আদালতে মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। জেরা ও চূড়ান্ত শুনানি শেষে মামলার ১ ও ২ নম্বর আসামি রোহিঙ্গা ইয়াবা কারবারি মোহাম্মদ রফিক খোকন ও মোহাম্মদ আবদুল আমিন প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাস করে কারাদ- প্রদানের রায় ঘোষণা করা হয়।
×