ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তপন-হাবিব-অণিমার নতুন গান

প্রকাশিত: ০৮:২৪, ২০ জানুয়ারি ২০২০

 তপন-হাবিব-অণিমার নতুন গান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলা লোকগানের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও প্রশিক্ষক অণিমা মুক্তি ‘তোমার আমার কান্না’ শিরোনামে একটি ফোক বিচ্ছেদি গানে কণ্ঠ দিয়েছেন। বিশিষ্ট গীতিকবি ও গবেষক ড. তপন বাগচীর কথায় গানটিতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। সঙ্গীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড হয়। গীতিকবি তপন বাগচী বলেন, বাতাস কিংবা নদীর কান্নার সঙ্গে মানুষের কান্নার কোন ফারাক নেই। যার জন্য যার কান্না, সেই দুইজনে এক হইয়া, কান্নার মধ্যে যে সুখ, ভালবাসার মানুষের জন্য কেঁদে বুক ভাসিয়েও যে সুখ, সেই কথাটিই এখানে তুলে ধরা হয়েছে। এ রকম বিচ্ছেদি গানে সময়ের পরিশীলিত সুরকার হাবিব মোস্তফার সুরে এবং অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন পল্লী গীতির সুধাকণ্ঠী শিল্পী অণিমা মুক্তি গমেজ। তিনি বেতার-টেলিভিশনে-মঞ্চের পাশাপাশি নিজের সুরে একটি মিউজিক ভিডিওতে আমার গান গাইলেও এই প্রথম ইউটিউব চ্যানেলের জন্য গাইলেন। এটি আমার জন্য পরম সৌভাগ্যের। তার চর্চিত কণ্ঠের সদ্ব্যাবহার করতে পারলে বাংলার লোকগানই সমৃদ্ধ হবে। হাবিব মোস্তফা বলেন, তপন বাগচী অত্যন্ত মেধাবী একজন কবি এবং রুচিশীল শুদ্ধ গীতিকার। অন্য দিকে অণিমা মুক্তির স্বর্ণকণ্ঠ সারাদেশেই পরিচিত। এমন একটি কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজের মধ্যে একটা অতিন্দ্রীয় সুখ অনুভব করছি। কণ্ঠশিল্পী অণিমা মুক্তি গমেজ বলেন, জাতীয় পর্যায়ে চার বার সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত কবি ড. তপন বাগচীর লেখা গান আমি আগেও গেয়েছি। এবার গানের বাণী রচনায় শুদ্ধতার প্রতীক তপন বাগচীর কথায় আর প্রতিশ্রুতিশীল সুরকার হাবিব মোস্তফার সুরে আমার নতুন একটি গান গাওয়ার সুযোগ হলো। মনে হলো গানটি আমার কণ্ঠের জন্যই রচিত। মঞ্চ-বেতার-টিভির পাশাপাশি এই গানের মাধ্যমে ইউটিউবে গান গাওয়ার নতুন যাত্রা সূচিত হলো। শ্রোতাদের সমর্থন পেলে আমার এই যাত্রা অব্যাহত থাকবে বলেই আশা করি।
×