ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজ্ঞানমেলা

প্রকাশিত: ০৯:৩৩, ১৭ জানুয়ারি ২০২০

বিজ্ঞানমেলা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৬ জানুয়ারি ॥ ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি এ্যান্ড মেটালাজি (আইএমএমএম) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সদস্য (উন্নয়ন) যুগ্ম সচিব জাকের হোছাইন। এ সময় জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এ্যান্ড মেটালাজির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. আনোয়ার আরফীন খান উপস্থিত ছিলেন । র‌্যাবের কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৬ জানুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। র‌্যাব-১৪ এর অধিনায়ক লে- কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন, বিপিএম (সেবা), পিএসসি, এলএসসি ভৈরব ক্যাম্পে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের সময় অধিনায়ক লে- কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন বলেন, প্রতিবছর অনেক মানুষের শীতের এই নির্মম কষ্ট সহ্য করতে হয়। তাদের এই কষ্ট কিছুটা লাগবের জন্য র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক এটি ক্ষুদ্র প্রায়স মাত্র।
×