ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাঈদ খোকনের এপিএসকে তলব

প্রকাশিত: ১২:১৭, ১৫ জানুয়ারি ২০২০

সাঈদ খোকনের এপিএসকে তলব

স্টাফ রিপোর্টার ॥ ক্যাসিনো ব্যবসা, সরকারী অর্থ আত্মসাৎ, অবৈধভাবে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত নোটিসে তাকে আগামী ২১ জানুয়ারি উপস্থিত হতে বলা হয়েছে। জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সরকারী কর্মকর্তাসহ প্রভাবশালীদের কাছ থেকে ঘুষ নিয়ে বিভিন্ন মাধ্যমে সরকারী অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য তাকে তলব করা হয়েছে।
×