ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সেক্টরে অভাবনীয় সাফল্যধারা অব্যাহত রয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:১৬, ১৩ জানুয়ারি ২০২০

 স্বাস্থ্য সেক্টরে অভাবনীয় সাফল্যধারা অব্যাহত রয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরের অভাবনীয় সাফল্যধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, স্বাস্থ্য সেক্টরের কর্মসূচী গ্রহণ, জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়ন সর্বোপরি মানোন্নয়ন আজ দৃশ্যমান এবং সেগুলোর সুফল ভোগ করছে দেশের মানুষ। দেশব্যাপী সরকারী হাসপাতালগুলোতে বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবা এখন নিভৃত গ্রামে পৌঁছে গেছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে এখন ২৯ রকমের জরুরী ওষুধ ফ্রি করে দেয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বেড়েছে স্বাস্থ্য সচেতনতা। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশের কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-২০৩০ এর জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক খ ম কাজী মহিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরুইজ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বার্ধন ঝাং রানা, ইউএনএফপিএ’র প্রতিনিধি ড. আশা টর্কেলসন, ইউনিসেফের উপ প্রতিনিধি ভীরা মনডংকা, লাইন ডিরেক্টর শামসুল ইসলাম প্রমুখ।
×