ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্টসের স্ট্রিমগ্যাসে আক্রান্ত ২০ নারী শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ১২:২৮, ৯ জানুয়ারি ২০২০

টঙ্গীতে গার্মেন্টসের স্ট্রিমগ্যাসে আক্রান্ত ২০ নারী শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর, ৮ জানুয়ারি ॥ টঙ্গীর তিস্তা গেট এলাকায় বুধবার এমট্রানেটের ব্রাবো এ্যাপারেলস গার্মেন্টস কারখানায় স্ট্রিম গ্যাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ২০ নারী শ্রমিক অসুস্থ হয়েছে। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, শ্রমিকরা দলবেঁধে একসঙ্গে কারখানার ওয়াস রুমে হাত মুখ ধুয়ে বের হয়ে আসার পরই তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। অন্য শ্রমিকরা তাদের হাসপাতালে নিয়ে আসে। আহত শ্রমিক রিয়া, লিজা, সুমি আক্তার ও চামেলি জানায়, ওয়াস রুম থেকে হাত মুখ ধুয়ে ফ্লোরে আসার পর থেকে তাদের মাথাব্যথা, বমি শুরু হতে থাকে। অনেকে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ মাসুদ রানা জনকণ্ঠকে জানান, অন্তত ২০ জন শ্রমিক হাসপাতালে এসেছেন। কী কারণে এমন হয়েছে পরীক্ষার পর বলা যাবে। কারখানার ম্যানেজার সুজন জানান, কারখানার পানিতে কোন সমস্যা নাই। ওয়াস রুমের সঙ্গে বাইরের একটি পাইপ দিয়ে স্ট্রিম গ্যাস নির্গত হয়। ওই গ্যাসের কারণে এমন হতে পারে বলে তিনি ধারণা করছেন।
×