ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মালিতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রকাশিত: ১০:৩৭, ৬ জানুয়ারি ২০২০

  মালিতে বিমান  বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট  প্রতিস্থাপন

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমআইএনইউএসএমএ) নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করেছে। খবর বাসসর। প্রতিস্থাপক হিসেবে বিমান বাহিনীর ১১০ জন সদস্য রবিবার জাতিসংঘের ভাড়া করা বিমানে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহিদুল ইসলাম খান। উল্লেখ্য, মালিতে বিদ্যমান সঙ্ঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
×